আমি আপনাদের এমন একটি উপায় বলব যার সাহায্যে আপনারা আপনাদের কম্পিউটার (উইন্ডোস 10) -এর কোনো ফোল্ডার কে সহজেই পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে পারবেন কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার না করেই। আপনারা কেবল মাত্র নিচের দেওয়া স্টেপ গুলি অনুসরণ করুন।
1. প্রথমত আপনারা সেই ফোল্ডারটি ওপেন করুন যেটি আপনারা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে চান।নিচে আমি “Souvik” নামের একটি ফোল্ডার তৈরি করেছি যার মধ্যে একটি ছবি আছে।
2. এরপর ওই ফোল্ডার এর মধ্যে একটি টেক্সট ফাইল তৈরি করুন ।আপনি আপনার পছন্দ মত নাম দিতে পারেন। নিচে আমি “Locked.txt” নামের একটি ফোল্ডারতৈরি করেছি।
3. এখানে ক্লিক করুন। আপনি GitHub -এ চলে যাবেন । এরপর ওইখানে দেওয়া কোড টি কপি করুন এবং আপনি যেই টেক্সট ফাইল টি তৈরি করেছিলেন ওইখানে পেস্ট করে দিন।
4. এখন ওই টেক্সটফাইল টি ওপেন করুন এবং 21 নম্বর লাইন এযান (if NOT %pass% == YOUR-PASSWORD goto FAIL)। ওখানে YOUR-PASSWORD এর পরিবর্তে আপনারাপছন্দ মত পাসওয়ার্ড লিখুন। নিচের উদাহরন -এ দেখুন আমি YOUR-PASSWORD এর পরিবর্তে “Demopass” লিখেছি।
5. এর পর বামদিকের কোনায় File অপশন এ ক্লিককরুন। Save as অপশন -এ ক্লিক করে ফাইলটি “Locked.bat” নামে সেভ করুন।
6.এখন “Locked” এ ক্লিক করুন। “Private” নামের একটি ফোল্ডার অটোমেটিক তৈরি হয়ে যাবে।
7.এখন যে ফাইলগুলি আপনি পাসওয়ার্ড সুরক্ষিত করতে চান ওই গুলি ওই “Private Folder ” টিতে মুভ করুন।
8. আবার “Locked” তে ক্লিক করুন একটি কমান্ড উইন্ডো ওপেন হয়ে যাবে। ওইখানে “Y” লিখে Enter টিপুন।
9. Enter প্রেস করার পর অটোমেটিক “Private” ফোল্ডারটি লুকিয়ে যাবে এবংশুধু “Locked” ফোল্ডার টি আপনি দেখতেপাবেন।
10. আপনারা সুরক্ষিত ফোল্ডারটি ওপেন করার জন্য “Locked” এ ডাবল ক্লিক করুন। একটি কমান্ড উইন্ডো ওপেন হয়ে যাবে, ওখানে আপনারা পাসওয়ার্ড টি দিন এবং Enter প্রেস করুন।
11. আপনি যদি আপনারা Private ফোল্ডার টিকে আবার লুকিয়েরাখতে চান তো পুনরায় “Locked ” -এ ডাবল ক্লিক করুন।
To compile C/C++ programs, you need to install the MinGW compiler. Follow the steps given below: Step 1: Download the MinGW by clicking here. Step 2: Open the…